ওপরের লাইনগুলোর রচয়িতা যে কবি, তিনি নিজের কর্ম দিয়ে প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন নারীর অসাধারণত্ব আর মানুষের সক্ষমতার অপরিসীম সম্ভাবনা। ড. রুবানা হক। ব্যাবসায়ী পরিচয়ে যিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (BGMEA)-র নির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট। যোগ্যতাবলে পর পর দুই বছর বিবিসি-র ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন। কবি হিসেবে পেয়েছেন সার্ক সাহিত্য পুরস্কার। ঘরে-বাইরে সমানতালে এগিয়ে চলা এক মানবীর সাফল্য, সংগ্রাম আর জীবনবোধের কথা আমরা শুনবো আগামী স্টার টক-এ। আপনারাও থাকবেন আমাদের সাথে, ড. রুবানা হক-এর অনুপ্রেরণামূলক এই জীবন পাঠে।
Check Also
With Sadat Hossain
বাংলাদেশ যে তারুণ্যকে নিয়ে গর্ব করে, তারুণ্যের যে সাফল্য দেখে আমরা নিয়ত বিস্মিত হই, সাদাত …