বাংলা সাহিত্যের পাঠক সৃষ্টিতে যে লেখকেরা অবদান রেখেছেন বা রেখে চলেছেন অবিরাম, তাঁদের মধ্যে প্রথম সারিতে আছে যাঁর নাম, তিনি আনিসুল হক। কিশোর, তরুণ বা জ্যেষ্ঠ – সকলের কাছে তিনি সমান প্রিয়। হোক তা উপন্যাস অথবা সংবাদপত্রের কলাম, কিংবা নাটক-চলচ্চিত্র, তাতে সমসাময়িক বিষয়বস্তুর সৃজনশীল উপস্থাপন আর দেশ ও মানুষের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটিয়ে এই লেখক-সাংবাদিক আজ এক দায়িত্বশীল পেশাজীবীর মর্যাদায় আসীন। ভাষার মাসে আমরা তাই স্টার টক শুরু করতে চাই বাংলা ভাষার এই গুরুত্বপূর্ণ লেখকের সাথে, যিনি তাঁর লেখনীর মাধ্যমে আশার আলো জ্বালিয়ে চলেছেন নিরন্তর। আনিসুল হক আমাদের আগামী স্টার টক-এর অতিথি। আমাদের সাথে আপনারাও থাকবেন আশা করি।
৬ ফেব্রুয়ারি, শনিবার , রাত ৯টা।
Check Also
With Sadat Hossain
বাংলাদেশ যে তারুণ্যকে নিয়ে গর্ব করে, তারুণ্যের যে সাফল্য দেখে আমরা নিয়ত বিস্মিত হই, সাদাত …