এই বৈশাখে ‘একদিন আসবে সুদিন‘
সংযুক্তকারী স্তবক ও পাণ্ডুলিপি
জাহিন জামাল
পাঠ (পাঠক্রম অনুসারে )
ত্রপা মজুমদার
রামেন্দু মজুমদার
সৈয়দ আপন আহসান
গানের কণ্ঠ : ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
চিত্ররূপ : প্রদীপ চক্রবর্তী সাউন্ড মিক্সিং :
রাজীবুল রনি
এনিমেশন : মো. মিলন
এখানে ব্যবহৃত কবিতা, গান এবং স্তবকসমূহ শিল্পীগণ নিজ নিজ মুঠোফোনে ধারণ করেছেন, চিত্রসমূহ হাতে আঁকা হয়েছে এবং অডিও
সম্পাদনা ও এনিমেশনের কাজটিও কুশলীগণ নিজ বাড়িতে সম্পন্ন করে প্রযোজনাটি নির্মাণে এগিয়ে এসেছেন। তাই শ্রোতা-শুভানুধ্যায়ীদের এই করোনা-কালে নিজ এবং সবার নিরাপত্তার স্বার্থে
বাড়িতে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। একটি এক্সপ্রেশানস্ নিবেদন ১৪২৭ বঙ্গাব্দ